A.I.T. প্রতিষ্ঠানের কিছু তথ্য ও শর্তাবলী ছাত্র/ছাত্রীদের প্রতি

১। এই প্রতিষ্ঠানে "Seekho Aur Kamao" (Learn and Earn) স্কিমে প্রশিক্ষন নেওয়ার বিভিন্ন বিভাগে (LEVEL) এ ছাত্র/ছাত্রী ভর্তি হতে পারে তাদের নির্বাচিত বিভাগের শিক্ষাগত যোগ্যতা ও বয়স অনুযায়ী।

২। প্রত্যেক ছাত্র/ছাত্রী প্রশিক্ষন নেওয়ার জন্য নিজের পছন্দ মত বিষয় (TRADE) বাছাই করতে পারে।

৩। মনে রাখবে, ছাত্র/ছাত্রীর পাশ/ফেল/অনুপস্থিতির দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের নয় এর সম্পুর্ন দায়িত্ব ছাত্র/ছাত্রীর নিজের।

৪। ছাত্র/ছাত্রীর উপস্থিতি/অনুপস্থিতি Aadhaar Enabled Bio-Matric এর দ্বারা ঘন্টা অনুযায়ী পরিসংখ্যান করা হবে।

৫। যে সমস্ত ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় পাশ করবে তারা ভারত সরকারের অনুমোদিত শংসাপত্র সহ পুরস্কার হিসাবে বিভাগ অনুযায়ী ১৮,০০০/-, ১৫,০০০/-, ১২,০০০/-, ৯,০০০/-, ৪৫০০/-, টাকা করে সরাসরি নিজের Bank Account এ বা Cheque এর মাধ্যমে পাবে। এছারা স্বনির্ভরের উপর ২ মাসের জন্য ২,০০০/- করে ৪,০০০/- টাকা পাবে।

৬। উক্ত স্কিমের প্রতিটি বিভাগের প্রশিক্ষনের মেয়াদ যথাক্রমে ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ১২ মাস। প্রতিটি ছাত্র/ছাত্রী মোট WORKING DAY নির্ধারিত সময় সূচি অনুযায়ী শেণীতে উপস্থিত না থাকলে চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে না এবং Stipend এর টাকা পাবে না।

৭। প্রশিক্ষনের পর চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ, সার্টিফিকেট প্রদান, পুরস্কার পেতে ৪ মাসেরও অধিক সময় লাগতে পারে। (সময় পরিবর্তন হতে পারে Ministry এর নির্দেশানুসারে) ।

৮। শ্রেণীতে প্রত্যেক ছাত্র/ছাত্রীর ব্যবহার নম্র, সভ্য ও সততা বজায় রাখা উচিৎ। কোন ছাত্র অথবা ছাত্রীর অশ্লিল ব্যবহার ও অসততা প্রমাণিত হলে কলেজ কর্তৃপক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

৯। প্রত্যেক ছাত্র/ছাত্রী নিজস্ব ID CARD নিয়ে প্রতি দিন ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা ক্লাস করার জন্য নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট আগে অবশ্যই আসতে হবে।

১০। কোনো ছাত্র/ছাত্রী ছুটির প্রার্থনা উপযুক্ত দিনে শ্রেণী শিক্ষক অথবা অফিসে জমা দিতে হবে।

১১। উপরোক্ত ১২ মাসে ১০৪০ ঘন্টা, ৮ মাসে ৬৫০ ঘন্টা, ৭ মাসে ৬০০ ঘন্টা, ৬ মাসে ৫০০ ঘন্টা , প্রশিক্ষন গ্রহন ও Bio Metric এর প্রবেশ সময় ও বাহির হওয়ার সময়ের শর্তাবলী পূরণ না হলে সরকারি ভাবে নির্বাচিত হতে পারবে না।

১২। খাবারের সাপ্তাহিক তালিকা, খাবারের পরিবেশনের প্রনালী কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।