Sucess Stories

Hello, myself Amit Kumar Yadav, and I am from Malda, West Bengal. I belong from a middle-class family. My father is a retired government employee and my mother is a housewife. I am a Senior Secondary pass out with the ambition of having a successful career in Private Sector and I am a successful trained candidate of Electrician course at Anjani Institute of Technology(AIT). I believe that this has been one of the best decision that I have taken. I had done ‘On Job Training’ in (AIT) for a month with effect from 25th Jan 2016 and got placement in same institute and this course has transformed and made me a distinguished individual. I am earning 5,000/month and all corporate benefits. I’m thankful and grateful for the opportunity and I firmly this believe that is a stepping stone for a booming and successful career.

আমি মামুন আল রসিদ, পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা। আমি Anjani Institute of Technology প্রতিষ্ঠানের Electrical-এর সফল ছাত্র। এখানে ট্রেইনিং নেওয়ার পর এই প্রতিষ্ঠান আমার জীবনকে অন্ধকার থেকে উজ্জ্বলময় করে আমার জীবনের লক্ষ্য পূরণ করেছে। এখন আমি এই প্রতিষ্ঠানের একজন অফিস স্টাফ হিসেবে কাজ করছি। এটি একটি সেরা প্রতিষ্ঠান যা পিছিয়ে পরা স্কুল ছুট ছেলে মেয়েদের জন্য খুবই কার্যকর। এখানকার শিক্ষক/শিক্ষিকা মন্ডলীর ব্যবহার যেমন খুব সুন্দর পরিবেশ ঠিক একই রকম সৌন্দর্যময়।এই প্রতিষ্ঠান একটা বন্ধুর মতো, কারণ একটা বন্ধুকে যেমন ভোলা যাই না ঠিক তেমনি এই প্রতিষ্ঠানকে ভোলা যাই না।

আমি ছোটেলাল মণ্ডল পশ্চিমবঙ্গের মালদা জেলার ছবিলাল টোলা (গোবিন্দ পুর )গ্রামের এর এক সফল যুবক I আমি অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেট্রিশিয়ান কাজ শিখে অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেট্রিশিয়ান ও আগরবাতি MAKING TRAINER হিসাবে কাজ করছি I নিজের ভবিৎ গড়ে তুলতে পেরে নিজেকে ধন্যবাদ এবং অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজিকে অসংকো ধন্যবাদ জানাই I আশা করি অসহায় যুবক /যুবতী ও অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এসে ইস্কিল এর উপর পারদর্শী হয়ে অবশ্য নিজের কেরিয়ার গড়ে তুলুন I

আমি ইমানুর রহমান, গ্রাম -আলামগঞ্জ, থানা - হরিশ্চন্দ্রপুর , জেলা -মালদা অন্ধকার জগতের পথের দিশারী, অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা আজকে বর্তমান প্রজন্মের মধ্য -মেধার সকল শ্রেণীর কারিগরী শিক্ষার একমাত্র নয়নের মনি I এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে সমাজে স্বনির্ভর হয়েছি I
আঁখসে কুচ গিরা তব
ডাক্তার কে পাশ জায়িয়ে
স্টুডেন্ট কে লাইফ সেটল কারনে কো লিয়ে
অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজি জায়িয়ে I

আমি চন্দন মণ্ডল, গ্রাম -বালুপুর বন্ধু টোলা, থানা - রতুয়া, জেলা -মালদা I আজকে বস্তুবাদী শিক্ষা নিয়ে সমাজ অচল কিন্তু এই কারিগরি শিক্ষা নিয়ে সমাজের উচ্চ শিখরে পৌঁছানো যায় I ভালুকা বাজারে অবস্থিত অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়েছি I তাই প্রতিটি ঘরে ঘরে কারিগরি শিক্ষা নেওয়া প্রয়োজন I